Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনিজুয়েলায় ইরানি জ্ঞান-ভিত্তিক পণ্যের প্রদর্শনী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৯ পিএম

ভেনিজুয়েলায় ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানির প্রযুক্তিগত সাফল্য নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই প্রদর্শনীতে সর্বশেষ পণ্য নিয়ে দেশটির ৮২টি জ্ঞান-ভিত্তিক কোম্পানি অংশ নেয়।

আগের দিন মঙ্গলবার এসব জ্ঞান-ভিত্তিক সংস্থার প্রতিনিধিরা অভিজ্ঞতা বিনিময় এবং বৈঠক করতে কারাকাস ভ্রমণ করেন।

ইরানি কোম্পানিগুলো তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, স্বাস্থ্য, ওষুধ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি এবং যন্ত্রপাতি নিয়ে কাজ করে। আইএসএনএ এই খবর জানিয়েছে।

সফরের দ্বিতীয় দিনে ইরানি জ্ঞান-ভিত্তিক এবং সৃজনশীল পণ্যগুলির একচেটিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ভেনেজুয়েলার শিল্প, আইসিটি, কৃষি, স্বাস্থ্য ও বিজ্ঞান মন্ত্রী এবং প্রযুক্তি সংস্থাগুলির ৩৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সূত্র: তেহরান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ