Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আমিরাতে কৃষি, খাদ্য শিল্প প্রদর্শনী করবে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৬ পিএম

ইরান সংযুক্ত আরব আমিরাতে খাদ্য শিল্প এবং কৃষির উপর একটি প্রদর্শনীর আয়োজন করবে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা (টিপিওআই) এই ঘোষণা দিয়েছে।

এই প্রদর্শনীর আয়োজনের সাথে সাথে সংযুক্ত আরব আমিরাতে ইরানের খাদ্য ও কৃষি শিল্পের বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি সুযোগ প্রবর্তনের বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে খাদ্য ও কৃষি খাতে দেশের বিদ্যমান সক্ষমতা তুলে ধরা হবে।

সংযুক্ত আরব আমিরাতের বার্ষিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারের খাদ্য ও পানীয় বাজার রয়েছে। দেশটি এই অঞ্চলের বৃহত্তম এবং সবচেয়ে গতিশীল খাদ্য খরচের বাজার হিসেবে বিবেচিত হয়। তাই এই প্রদর্শনীকে ইরানের খাদ্য ও পানীয় রপ্তানি বাজারের উন্নয়নের জন্য একটি ভাল সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ইরান সংযুক্ত আরব আমিরাতের খাদ্য ও পানীয় বাজারে প্রায় ৩ শতাংশ অবদান রাখে। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো যেতে পারে।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ