Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংস এলাকার লোকদের সহায়তায় ২২.২ বিলিয়ন ডলার প্রয়োজন

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা সমন্বয়ক দপ্তর ওসিএইচএ জানিয়েছে, আগামী বছর বিশ্বের সহিংসতা ও সংঘাতপূর্ণ এলাকাগুলোতে বসবাসরত লোকদের সহায়তার জন্য ২২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। চলতি বছর সিরিয়া, ইয়েমেনে ও দক্ষিণ সুদানের মতো যুদ্ধ ও বিভিন্ন রোগে বিধ্বস্ত দেশগুলোকে যে সহায়তা দেয়া হয়েছে এ অর্থ তার চেয়ে ১০ শতাংশ বেশি। গত সোমবার বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওসিএইচএ জানিয়েছে, ৩২টি দেশে থাকা দুর্যোগপীড়িত অথবা এসব দেশ থেকে পালিয়ে আসা প্রায় ৯ কোটি ৩০ লাখ লোকের পেছনে ২২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হবে। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর অধিকাংশই আফ্রিকার বাসিন্দা। আর ত্রাণ সহয়তার এক-তৃতীয়াংশ অথবা প্রায় ৮ দশমিক ১ বিলিয়ন ডলার সিরিয়া ও এ দেশটি থেকে আসা শরণার্থীদের সহযোগিতার পেছনে ব্যয় করতে হবে। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে, প্রতিবছর ওসিএইচএ বিশ্বের সহিংসতা ও দুর্যোগপীড়িত দেশগুলোর জন্য ত্রাণ সহায়তার আহ্বান জানিয়ে থাকে। সংস্থাটি তাদের এক প্রতিবেদনে সহিংসতাপূর্ণ দেশগুলোর বিবরণ উল্লেখ করে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে। তবে আগামী বছরের জন্য যে ত্রাণ সহায়তার আহ্বান জানানো হয়েছে, তা ১৯৯১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার পর এ যাবৎকালের সবচেয়ে বড় অংকের সহায়তার অনুরোধ। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ