নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মানিকগঞ্জে ৪৯তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে সেরার খেতাব জিতেছে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার হিজুলী মিনি স্টেডিয়ামে ফুটবলের ফাইনালে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে হারায় দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়কে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান। এসময় উপস্থিত ছিলেন সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান, সিনিয়র শিক্ষক শাজাহান দুলাল, হারুনুর রশিদ, মামুন শেখ ও শারীরিক শিক্ষা শিক্ষক মো. আলতাফ হোসেন। আগের দিন পুরুষ হ্যান্ডবলেও চ্যাম্পিয়ন হয়েছে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।