Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বর্তমানপ্রধানমন্ত্রী ভ্যালাস

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালাস আগামী বছর অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফরাসি একটি টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি তিনি এ সম্পর্কিত ঘোষণা দিতে পারেন। ভ্যালাসের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি (ভ্যালাস) এ সংক্রান্ত একটি ঘোষণা দেবেন। কিন্তু সেই ঘোষণার ব্যাপারে বিস্তারিত কোনোকিছু বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মধ্য-ডানপন্থি লি রিপাবলিকান পার্টি থেকে ইতোমধ্যে মনোনয়ন নিশ্চিত করে ফেলেছে ৬২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ফ্রঁাঁসোয়া ফিয়োঁ। রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও সাবেক প্রধানমন্ত্রী অ্যালেন জুপ্পিকে পরাজিত করেন। মনোনয়ন দৌড়ের ভোটাভুটিতে প্রথমেই ছিটকে যান সারকোজি, এরপর এগিয়ে থাকা দুই মনোনয়ন প্রত্যাশী জুপ্পি ও ফিয়োঁর মধ্যে পুনরায় ভোটাভুটিতে প্রার্থী চূড়ান্ত হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ