মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন মধ্যবর্তী কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর (ডিকার্বোনাইজেশন) লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক লিমিটেড। ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য এ লক্ষ্যমাত্রা সাতটি শিল্প খাতের ওপর বিস্তৃত হবে। সেগুলো হলো জ্বালানি, তেল ও গ্যাস, অটোমোটিভ, এভিয়েশন, শিপিং, ইস্পাত ও রিয়াল এস্টেট খাত। খবর বিজনেস টাইমস। কার্বন নিঃসরণ কমানোর সাতটি লক্ষ্যমাত্রার মধ্যে ছয়টিকে ইনটেনসিটি মেট্রিক্স হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রতি ইউনিট উৎপাদন বা কার্যক্রমে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নেয়া হয়েছে। শুধু জ্বালানি তেল ও গ্যাস খাতকেই কার্বন নিঃসরণ অনেক কমানোর লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে, যেটা ডিবিএসের লক্ষ্যমাত্রায় প্রভাব রাখবে ২৮ শতাংশ। ডিবিএসের নতুন এ সিদ্ধান্ত তাদের ২০১৯ সালে দেয়া প্রতিশ্রুতিরই পরিপূরক, যে প্রতিশ্রুতির কারণে তাপবিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন ক্রমে বন্ধ করে দেয়া হবে। সেই সঙ্গে খাদ্য ও কৃষি ব্যবসার জন্য ডাটা কভারেজ লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রাসায়নিক খাতের জন্যও। আশা করা হচ্ছে, এর ফলে ভবিষ্যতে খাতভিত্তিক কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণের পথ তৈরি হবে। ডিবিএসের চিফ এক্সিকিউটিভ পিয়ুস গুপ্ত বলেন, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা আমাদের অর্থনৈতিক কার্যক্রমে ধ্রুবতারার মতো কাজ করবে। সেই সঙ্গে ২০৫০ সালের মধ্যে যথাযথ পদক্ষেপ নিয়ে সেসব শ‚ন্যে নামানোর ক্ষেত্রে সহায়তা করবে। প্রাতিষ্ঠানিক ব্যাংকিং গ্রাহকদের ব্যবসা কৌশল বদলানোর বা পরিবর্তনের সফরটা আরো ত্বরান্বিত করার লক্ষ্য নিয়েই এ ঘোষণা দিয়েছে ব্যাংকটি। বিজনেস টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।