মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্ল হারবার সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। হাওয়াই দ্বীপের এ ঘাঁটিতে জাপানের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর। ১৯৪১ সালে হাওয়াই দ্বীপে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেছিল জাপান। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের পর জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র মিত্রতা স্থাপন করলেও এ পর্যন্ত দেশটির কোনো প্রধানমন্ত্রী পার্ল হারবারে যাননি। বিবিসি জানায়, ২৭ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে এই নৌঘাঁটি সফর করবেন। পার্ল হারবারে হামলার ৭৫ বছরপূর্তির দুদিন আগে জাপানের প্রধানমন্ত্রীর সেখানে সফর যাওয়ার এ ঘোষণা এলো। চলতি বছরের শুরুতে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা সফর করেছিলেন বারাক ওবামা। এরই পাল্টা সফর হিসাবে পার্ল হারবারে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিরোশিমায় আণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। ওবামা ওই হামলার জন্য ক্ষমা না চাইলেও পারমাণবিক অস্ত্রমুক্ত একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে হিরোশিমা সফর করেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।