Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিগ্রেতে অস্ত্রবিরতির ডাক ড্রোন হামলায় নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

ইথিওপিয়ার উত্তর টিগ্রেতে পরপর দুই দিন ধরে বিমান ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পক্ষে ১০ জন নিহত হয়েছে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের হামলায় ১৪ জন আহতও হয়েছেন। দুইটি ড্রোন থেকে আবাসিক এলাকা ডাগিম আমসালে হামলা করা হয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো পাঁচজন মারা যান। জরুরি পরিষেবার সঙ্গে জড়িতরা জানিয়েছেন, এই অঞ্চলের সঙ্গে বাইরের বিশ্বের কোনো যোগ নেই। তাই প্রয়োজনীয় জিনিসের একান্তই অভাব রয়েছে। চিকিৎসক কিবরন জানিয়েছেন, আমি কী করব জানি না। অক্সিজেন নেই। ওষুধ নেই। ফলে যাদের সুস্থ করে তোলা যেত, তাদের আমরা হারাচ্ছি। আর এক চিকিৎসক বলেছেন, বেশ কিছু মানুষের অস্ত্রোপচার করা দরকার। কিন্তু তা করা সম্ভব হচ্ছে না। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আরো বেশ কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার মেকেলে বিশ্ববিদ্যালয়ে একইরকমভাবে ড্রোন হামলা হয়েছিল। স্থানীয় টিগ্রে কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্পত্তির ক্ষতি হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।ইথিওপিয়ার সেনার সঙ্গে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের লড়াই আবার শুরু হয়েছে। তার জেরেই এই ড্রোন-হামলা। টিপিএলএফের মুখপাত্র বলেছেন, আদ্দিস আবাবাতে যারা ক্ষমতায় আছেন, তারা শান্তি চাইছেন না। তারা লড়াই করতে চান। সেজন্যই বিমান ও ড্রোন হামলা হচ্ছে। প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ সরকারের তরফে এই হামলা নিয়ে কেউ মুখ খোলেননি। ডিডবিøউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ