মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের আগস্টে রেকর্ড বাণিজ্য ঘাটতি দেখেছে জাপান। এর আগে এক মাসে এত বাণিজ্য ঘাটতি দেখেনি দেশটি। কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বাড়ার মধ্যেই জাপানের আমদানি বেড়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মানও উল্লেখযোগ্য হারে কমেছে। ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি জাপানের অর্থনৈতিক পুনরুদ্ধারের ভঙ্গুর প্রকৃতিকে তুলে ধরেছে। আমদানি ব্যয় মেটাতে কোম্পানিগুলোকে ব্যাপক অর্থ ব্যয় করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জাপানের মুদ্রার মান কমে ২৪ বছরের মধ্যে কমে সর্বনিম্ন হয়েছে।প্রতিবেদনে বলা হয়, আগস্টে জাপানের আমদানি বেড়েছে ৪৯ দশমিক ৯ শতাংশ। ক্রুড তেল, কয়লা ও এলএনজি বাবদ বেশি খরচের কারণে এমন পরিসংখ্যান দেখা গেছে। এতে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় ১৯ দশমিক ৭১ বিলিয়ন ডলার। জাপানের অর্থ মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, আমদানি রয়টার্সের জরিপের পূর্বাভাস ৪৭ দশমিক ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। তাছাড়া একই মাসে রফতানি বছরে ২২ দশমিক ১ শতাংশ বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।