Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র দেখিয়ে অর্থ আদায় করলেন নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

নিজের জমা করা অর্থ ব্যাংক থেকে তুলতে না পেরে অবশেষে অস্ত্র হাতে নিলেন লেবাননের এক নারী। সেই অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে অবশেষে তুলে নেন অর্থ। যদিও পরে জানা যায় সেটি ছিল একটি নকল বন্দুক। অদ্ভুত এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে যেমন সমালোচনা চলছে, তেমনি অনেকে ওই নারীকে সমর্থনও দিচ্ছেন। আরব নিউজ জানিয়েছে, বুধবার লেবাননের একটি ব্যাংকে এই ঘটনা ঘটে। যিনি ওই কাজ করেছেন তার নাম সালি হাফিজ (২৫)। তার বোনের ক্যান্সার ধরা পড়ায় এই অর্থ এখন খুবই জরুরি ছিল তার জন্য। কিন্তু অর্থনৈতিক দুরাবস্থার কারণে ব্যাংক থেকে টাকা ফেরত দেয়া হচ্ছিল না। দিনের পর দিন এমন চলায় অবশেষে এই ‘জিম্মি কান্ড’ ঘটাতে বাধ্য হলেন তিনি। ঘটনার দিন হাফিজ শুধু বন্দুকই বের করেননি, তিনি তার গায়ে পেট্রোলও ঢেলে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দিয়েছেন। নিজের অর্থ ফেরত না পেলে ব্যাংক জ্বালিয়ে দেয়ার হুমকিও দেন তিনি। তার হাতে থাকা বন্দুকটি ভুয়া হলেও এই হুমকিতে যদিও কাজ হয়েছে শেষ পর্যন্ত। তিনি ১৩ হাজার ডলার ফেরত পেয়েছেন ব্যাংক থেকে। তার দাবি, বারবার আবেদন করেও অর্থ না পেয়ে বেছে নিয়েছেন এই সহিংস পথ। মৃত্যুর পথে বোন, তাকে বাঁচাতেই ঘটিয়েছেন এমন কাÐ। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ