Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের বিশ্বকাপ দলে শাহিন আফ্রিদি, বাদ ফখর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:০২ পিএম

আগামী মাসেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। বাবর আজমকে অধিনায়ক করে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার ফখর জামান।

টি-টোয়েন্টিতে এখনও তার অভিষেক হয়নি। এছাড়া দলে ফিরেছেন হায়দার আলীও। পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২১ সালে ডিসেম্বরে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন তিনি। তার দলে ফেরায় বাদ পড়েছেন এশিয়া কাপে বাজে পারফর্ম খরা ফখর জামান। অবশ্য রিজার্ভ হিসেবে রয়েছেন এই ব্যাটার।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টেও একই দল নিয়ে মাঠে নামবে পাকিস্তান। বরাবরের মতোই দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন শাদাব খান।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির

রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ দাহানি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ