মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের অভিশংসন প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। তার ক্ষমতাসীন দলের ভিন্নমত পোষণ করা আইনপ্রণেতারা পার্ককে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলের অভিশংসনের উদ্যোগের প্রতি সমর্থন জানাবেন। গতকাল মঙ্গলবার এমন ঘোষণার পর এ ধারণা করা হচ্ছে। পার্কের বিরুদ্ধে বিরোধী দলের অভিশংসনের উদ্যোগ নিয়ে আগামী শুক্রবার জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। এ পদক্ষেপের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ক্ষমতাসীন সায়েনুরি দলের প্রায় ৩০ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। ক্ষমতাসীন দল প্রাথমিকভাবে জোর দিয়ে বলেছিল, পার্ককে স্বেচ্ছায় পদত্যাগ করার সুযোগ দেয়া হবে এবং সময়সীমা বেঁধে দিয়ে প্রেসিডেন্টের মেয়াদ পূর্তির ১০ মাস বাকি থাকতেই এপ্রিল মাসের মধ্যেই তাকে পদত্যাগের প্রস্তাব দেয়া হয়েছিল। পার্কবিরোধী অব্যাহত বিক্ষোভ-সমাবেশের পরও তিনি দেশ চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তিনি ক্ষমতাসীন দলের ভিতরের দলাদলিকে পাত্তা দিচ্ছেন না। গত শনিবার সিউলের রাজপথে সর্বশেষ সাপ্তাহিক সমাবেশে মানুষের ঢল নামতে দেখা যায়। এ সমাবেশে প্রায় ১৬ লাখ লোক অংশ নেয় বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন দলের ভিন্নমত পোষণ করা আইনপ্রণেতা হোয়াং ইয়ং-চিউল বলেন, দফায় দফায় আলোচনার পর প্রেসিডেন্টের এপ্রিল মাসে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে আমরা যে সিদ্ধান্তে উপনীত হই দেশের জনগণ ইতোমধ্যে তা প্রত্যাখান করেছে। ইয়োনহাপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।