মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে গোত্রগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। বিবিসি বলছে, মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে একটি ঐতিহ্যবাহী গোত্রের প্রধানের পদ নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে দ্বন্দ্বের জেরে এই সংঘাত ছড়িয়ে পড়ে। ডেপুটি গভর্নর হুবার্ট মিঙ্গহো নভিউলা বলেন, নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্যকে এই বিবাদ নিরসনের জন্য পাঠানো হয়েছিল। নিহতদের মধ্যে তারাও রয়েছেন। গোষ্ঠীটির ১৮ জন সদস্যও নিহত হয়েছেন। নভিউলা বলেন, প্রত্যন্ত ওই প্রদেশের শহর সিকাপায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রায়ই গোত্রগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বাধে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।