Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

থাইল্যান্ডে আকস্মিক বন্যায় ১১ জনের প্রাণহানি

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে আরো দুজন নিখোঁজ রয়েছে। গত সোমবার স্থানীয় সংবাদমাধ্যম এ কথা জানায়। এ ছাড়া দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলা বিভাগ থেকে বলা হয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ১০টি প্রদেশে বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ দুর্যোগে ৬৮টি জেলার এক লাখ ৫৭ হাজার ৫৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পুরো বর্ষাকাল শুরু হওয়ায় গত চার দিন ধরেই এ অঞ্চলে প্রবল বর্ষণ হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বন্যার কারণে চারটি ট্রেন রুট অচল হয়ে পড়েছে এবং দুই হাজার ৪শ’ হেক্টর কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত প্রদেশগুলোতে ভূমিধসের ঘটনাও ঘটছে। এ কারণে সরকারি সকল আশ্রয়কেন্দ্রকে দিকনির্দেশনা দিয়ে জরুরি বিবৃতি জারি এবং এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্ধার ও ত্রাণ দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।  বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ