Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জলবায়ু নিয়ে ট্রাম্পের সঙ্গে আল গোরের সফল আলোচনা

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর জলবায়ু পরিবর্তন ইস্যুতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। গত সোমবার ওই আলোচনার পর আল গোর একে ফলপ্রসূ বলেও উল্লেখ করেন। এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে চীনা মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করেছিলেন। অপরদিকে চলতি বছরের প্রথমদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারির প্রচারণায় অংশ নিয়ে আল গোর বলেছিলেন, ট্রাম্প জয়ী হলে তিনি জলবায়ু প্রশ্নে বিশ্বকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দেবেন। ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিটের ওই আলোচনার পর গোর জানান, ওই আলোচনায় আমরা আন্তরিকভাবে প্রধান সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। এটা ছিল এক কৌতুহলোদ্দীপক আলোচনা, যা সামনেও জারি থাকবে। গোর পরে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন। তিনি একটি অর্থপূর্ণ জলবায়ু নীতি আশা করছেন বলেও মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি-কে জানান। তবে গোপনীয়তা রক্ষার্থে তিনি ওই আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন এবং পরবর্তীতে ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আরো আলোচনা করবেন বলে উল্লেখ করেন। ট্রাম্পের সহযোগীরাও আল গোরের সঙ্গে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত মাইক পেন্স শুধু জানান, গত সোমবারের দিনটি ছিল অন্তর্বর্তীকালীন কমিটির জন্য আরেকটি ফলপ্রসূ দিন। বিল ক্লিনটনের ভাইস প্রেসিডেন্ট থাকা আল গোর ২০০০ সালে বেশি পপুলার ভোট পেয়েও ইলেক্টোরাল কলেজ ভোটে বুশের কাছে পরাজিত হন। এরপর প্রেসিডেন্ট নির্বাচনে আগ্রহী না হলেও তিনি সোচ্চার থাকেন জলবায়ু পরিবর্তনের বিষয়ে। ২০০৭ সালে তিনি জলবায়ু ইস্যুতে অবদানের জন্য শান্তির জন্য নোবেল পুরস্কার পান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ