Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটরবাইকের পিছনে আরোহী ষাঁড়! ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ২:০৭ পিএম

ট্রাক বা লরিতে করে ষাঁড় বা গরু নিয়ে যেতে দেখা যায়। কিন্তু কখনও মোটরবাইকে করে ষাঁড় নিয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন? ষাঁড়, তা-ও আবার বাইকে! বিষয়টি কষ্টকল্পনার মতো লাগলেও এমনই একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যা ঘিরে নেটদুনিয়া তোলপাড় হচ্ছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এটা কী করে সম্ভব হল?
বাইকচালকের ‘গুণ’ দেখে নেটাগরিকরা স্তম্ভিত। বাইকে করে মুরগি বা ছোটখাটো পশু নিয়ে যাওয়া যায়। কিন্তু তাই বলে বিশাল চেহারার একটি ষাঁড়! ছোট আসনের মধ্যে কী ভাবেই বা আঁটল সেটি, এ নিয়েও কৌতূহলের অন্ত নেই।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে দুরন্ত গতিতে বাইক ছুটিয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পিছনের আসনে আরোহী একটি সাদা রঙের ষাঁড়। ‘অ্যানিম্যালসইনদ্যনেচারটুডে’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
ষাঁড়টি বাইকের আসনের সঙ্গে বাঁধা। আর সেই অবস্থাতেই ছুটছে বাইকটি। শুধু তাই-ই নয়, নির্বিকার ভাবে বসেও আছে ষাঁড়। এক ইনস্টাগ্রাম গ্রাহক লিখেছেন, ‘এ রকম দৃশ্য সচরাচর দেখা যায় না। দেখে নিন।’ আরও এক জন লিখেছেন, ‘আমাদের চলার পথে অনেক বিষয়ই চোখ এড়িয়ে যায়, কিন্তু নেটমাধ্যমের নজর এড়ায় না।’
অনেকে আবার এই ঘটনার প্রতিবাদও করেছেন। তাদের মতে, এ ভাবে ছোট জায়গায় বেঁধে নিয়ে যাওয়া পশুটিকে কষ্ট দেওয়ার শামিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ