Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মিনিটের মধ্যে স্টোনস-হলান্ডের গোলে সিটির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩১ এএম

স্টোনস-হলান্ডের গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল পেপ গুয়ার্দিওলার দল। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

সেই তারাই শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চার মিনিটের মধ্যে করল দুই গোল। জুড বেলিংহাম ডর্টমুন্ডকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন জন স্টোনস। সাবেক ক্লাবের বিপক্ষে বেশিরভাগ সময় নিজের ছায়া হয়ে থাকা আর্লিং হলান্ড শেষ দিকে চমৎকার গোলে ব্যবধান গড়ে দেন।

গ্রুপের আরেক ম্যাচে সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা কোপেনহেগেন ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। তাদের সমান পয়েন্ট নিয়ে সবার নিচে সেভিয়া।

‘ই’ গ্রুপের ম্যাচে দিনামো জাগরেবের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে এসি মিলান। এই গ্রুপের আরেক ম্যাচে সালসবুর্কের সঙ্গে ১-১ ড্র করেছে চেলসি। ইংলিশ দলটির কোচ হিসেবে গ্রাহাম পটারের প্রথম ম্যাচ ছিল এটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ