মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক যুবক ভোরে বড়শি নিয়ে একটি মাছ ধরতে যান। জঙ্গলের মাঝে ওই জলাশয়ে মাঝেমধ্যেই মাছ ধরতে যান তিনি। বড়শি ফেলে মাছের জন্য অপেক্ষায় ছিলেন। হঠাৎই সুতায় টান পড়তেই তিনি বড়শির হুইলের সুতা গোটাতে শুরু করেন।
টমি লি নামে ওই যুবক মাছ ধরার আনন্দে আত্মহারা। হঠাৎই তার নজরে পড়ে পাড় থেকে কয়েক হাত দূরে পানির মধ্যে দুটো চোখ ভাসতে দেখা যায়। লি’র আর বুঝতে একটুও দেরি হয়নি যে, ওটা আসলে একটি কুমির। বড়শির সুতা টেনে মাছটি ধরতে যাবেন, বিদ্যুৎগতিতে কুমিরটি পাড়ের দিকে সাঁতরে আসে। কোনও রকমে বড়শি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন লি।
কিন্তু লি’কে অনুসরণ করে এগোতে থাকে কুমিরটিও। পালাতে গিয়ে গাছের মধ্যে পা জড়িয়ে পড়ে যান। যদিও তারপর আর বেশি দূর এগোনোর চেষ্টা করেনি কুমির। তবে ভাগ্য ভালো বলেই লি বেঁচে যান। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। যুবককে কুমিরের তাড়া করার এই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। সূত্র : এনডিটিভি, টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।