নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি জয় পেয়েছে। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বন্দর ২-১ গোলে হারায় নবাগত শতদল ক্লাবকে। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন রয়েল। শতদলের পক্ষে এক গোল শোধ দেন রুপম। কাল বৃষ্টিভেজা ভারী পিচ্ছিল মাঠে বন্দর ও শতদলের মধ্যেকার ম্যাচটিতে খেলোয়াড়দের অতিরিক্ত পরিশ্রম করে খেলতে হয়েছে। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শতদলকে এগিয়ে নেন রুপম (১-০)। এ সময় তাদের নিপু বল নিয়ে বক্সে ঢুকে পড়লে বন্দরের রক্ষণভাগের খেলোয়াড় মুন্নু তাকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। গোল হজমের পর উজ্জীবিত খেলা উপহার দিয়ে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে বন্দর। ম্যাচের ৩৭ ও ৪১ মিনিটে রয়েল পরপর দুই গোল করে দলকে জয় এনে দেন। বন্দর তাদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হেরেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।