Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সেমির জন্য স্বপ্না-শিউলিদের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রæপ পর্ব শেষ। এখন পালা দুই সেমিফাইনাল মাঠে গড়ানোর। গতপরশু গ্রæপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে ভারতকে হারিয়ে ‘এ’ গ্রæপ সেরা হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে ১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রæপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করে গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে নাম ওঠে স্বাগতিক নেপালের। সেমিফাইনাল দু’টি আগামীকাল অনুষ্ঠিত হবে। শেষ চারের প্রথম ম্যাচে ‘এ’ গ্রæপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রæপ রানার্সআপ অপেক্ষাকৃত দূর্বল ভুটানের। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে সন্ধ্যা পৌঁনে ৬টায় ‘বি’ গ্রæপ চ্যাম্পিয়ন নেপাল মাঠে নামবে ‘এ’ গ্রæপ রানার্সআপ ভারতের বিপক্ষে।

আগের দিন ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে গতকালই সেমিফাইনালের জন্য প্রস্তুতি শুরু করেন সিরাত জাহান স্বপ্না-শিউলি আজিমরা। এদিন সকালে কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টার মাঠে বাংলাদেশ দলের সবাই অনুশীলন আর রিকভারি সেশনে অংশ নেন। সেমিতে প্রতিপক্ষ ভুটান হওয়ায় অনেকটাই নির্ভার বাংলাদেশ দলের মেয়েরা। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারানোর পর তাদের মাঝে এখন ভুটান ভীতি নেই বললেই চলে। ভারত জয়ের আনন্দ শেষ সাবিনাদের। তাই তো ওই ম্যাচের জোড়া গোলদাতা সিরাত জাহান স্বপ্না বলেন, ‘ভারতকে হারানোর পর আমরা সবাই উল্লাস যা করার মাঠেই করেছি। হোটেলে যাবার পর ডিনার সেরে বিশ্রাম নিয়েছি। অনেকের পায়ে ব্যাথা ছিল তারা আইস বাথ করেছে এবং চিকিৎসা নিয়েছে। সব মিলিয়ে এখন আমাদের প্রস্তুতি সেমিফাইনালের জন্য।’ তিনি আরো বলেন, ‘এই মুহুর্তে আমাদের মুল্য লক্ষ্য ভুটান ম্যাচ। কারণ আমরা ফাইনালে খেলার আশা নিয়ে নেপালে এসেছি। সেটি পুরণ করতে হলে অবশ্যই সেমিতে ভুটান বাঁধা টপকাতে হবে।’ প্রতিপক্ষ ভুটান নিয়ে স্বপ্নার কথা, ‘ভুটানও অনেক ভালো দল। প্রতিপক্ষ কোন দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। আগের ম্যাচের মতো ধারাবাহিকতা রেখে সেমিফাইনালেও খেলতে চাই। আশা করি ভালো খেলা উপহার দিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারব।’
ডিফেন্ডার শিউলি আজিম, ‘ভারতের সঙ্গে জেতার পর তা ভিন্ন ভাবে উদযাপন করেছি আমরা। গ্রæপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের মধ্যে যে প্রতিক্ষা ছিল আমরা তা করতে পেরেছি। তবে আনন্দ যা করার মাঠেই করেছি। আজকে (গতকাল) সকাল থেকে আমাদের মধ্যে সেটি আর নেই। এখন থেকে আমাদের সব মনোযোগ সেমিফাইনালকে ঘিরে। ফাইনালে যাবার পথে এটি খুবই গুরুত্বপুর্ন ম্যাচ।’ ভুটান নিয়ে তার মন্তব্য, ‘সেমিফাইনালে ভুটানও বেশ শক্ত প্রতিপক্ষ। যোগ্যাতা দিয়েই তারা শেষ চারে উঠেছে। সুতরাং তাদেরকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। তাদের বিপক্ষে অবশ্য আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ