Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা ৩০ মিনিট গুলিতে হতাহত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের বিহার রাজ্যে সড়কে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার বিকেলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। জানা গেছে, হামলাকারী দুইজন এবং তারা একটি মোটরসাইকেলে করে এই হামলা চালায়। তবে এখনও হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি। খবরে জানানো হয়, ঘটনাটি ঘটে বিহারের বেগুসরাই এলাকায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার দিন দুইজন মোটরসাইকেল আরোহী হঠাৎ করেই রাজ্যটির একটি মহাসড়কে উঠে গুলি করতে শুরু করে। পাশ দিয়ে যেই গাড়িই যাচ্ছে, তাকেই গুলি করছে। টানা ৩০ মিনিট এভাবে গুলি করে যায় তারা। ধারণা করা হচ্ছে, ওই দুইজন মানসিক ভারসাম্যহীন। পুলিশ বিষয়টি নিয়ে উঠে পড়ে লেগেছে। প্রথম গুলির ঘটনাটি ঘটে রাজ্যটির বচওয়ারা থানা এলাকার গোধনায়। সেখানে তিনজন গুলিবিদ্ধ হন। এরপর হামলাকারীরা তেগরা থানার আধারপুরের কাছে আরও দুই যুবককে গুলি করে। এরপরও এই তাÐব চলতে থাকে। এদিকে ঘটনার খবর পেয়েই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এই বিষয়ে পুলিশ সুপার যোগেন্দ্র কুমার বলেন, দু’জন একটি বাইকে এসে মানুষের দিকে গুলি করতে থাকে। মনে হয়, তারা মানসিক ভারসাম্যহীন। সব থানাগুলিকে ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে। তাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তল্লাশি চলছে। হিন্দুস্তান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ