মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাংশে ইহুদিবাদীদের হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যখন ইহুদিবাদী ইসরাইলি সেনারা যখন পশ্চিম তীরে বর্বরতার মাত্রা বাড়িয়েছে এবং ফিলিস্তিনিদের ঘরবাড়িতে তল্লাশিসহ নানা ধরনের অত্যাচারের কারণে পশ্চিম তীর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে তখন নতুন করে এই দুই ফিলিস্তিনিকে হত্যা করা হলো। ইসরাইলি বাহিনী বুধবার সকালের দিকে এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরের নিরাপত্তা সীমান্তের খুব কাছাকাছি দুই ফিলিস্তিনিকে শনাক্ত করা হয় এবং তাদেরকে ইসরাইলি সেনারা আটক করার চেষ্টা করলে ওই দুই ফিলিস্তিনি গুলি ছোঁড়ে। তখন ইসরাইলি সেনারা ওই দুই ফিলিস্তিনি সন্দেহভাজনের ওপর পাল্টা গুলি চালায়। ফিলিস্তিনের গণমাধ্যম শহীদ দুই ফিলিস্তিনির পরিচয় প্রকাশ করেছে। এদের একজন হচ্ছেন আহমাদ আবেদ এবং অন্যজন হচ্ছেন আব্দুর রহমান আবেদ। তারা দুজনেই জেনিন শহরের কাফ্র দান এলাকার বাসিন্দা। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করছে ফিলিস্তিনিরা গুলি চালিয়েছে কিন্তু তাদের কোনো সেনা হতাহত হয়নি এবং এ ব্যাপারে আর কিছু জানা যায়নি। হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।