Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবায়নযোগ্য জ্বালানিতে গেলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি নতুন সমীক্ষা বলছে, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি ছেড়ে নবায়নযোগ্য শক্তিতে চলে গেলে ২০৫০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ১২ ট্রিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যে পরিবেশ অনুকুল জ্বালানির উৎসের দিকে দ্রæত অগ্রসর হওয়া ব্যয়বহুল হবে- এ পূর্বাভাস ছিল ভুল এবং নৈরাশ্যবাদী। গবেষকরা বলছেন, এমনকি গ্যাসের বর্তমান চড়া দামের কথা বাদ দিলেও নবায়নযোগ্য জ্বালানির পেছনে খরচ কমে আসায় এখন পরিবেশ অনুক‚ল জ্বালানি উৎপাদন অর্থনৈতিকভাবে উপযোগী। অক্সফোর্ড মার্টিন স্কুলের ইন্সটিটিউট ফর নিউ ইকোনমিক থিংকিং-এর অধ্যাপক ডয়েন ফার্মার বিবিসি নিউজকে বলেন, ‘আপনি যদি জলবায়ু পরিবর্তন তত্ত¡ না-ও মানেন তবুও আমরা যা বলছি তার সঙ্গে আপনার থাকা উচিত। ডয়েন ফার্মার আরো বলেন, ‘আমাদের মূল সিদ্ধান্ত হলো, পরিবেশ অনুক‚ল জ্বালানিতে পরিবর্তনের দিকে আমাদের পূর্ণ গতিতে এগিয়ে যাওয়া উচিত, কারণ এটি অর্থ বাঁচিয়ে দেবে’। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ