Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহরাইন এবার বদলে যাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আকার-আয়তন ক্রমশ বাড়ছে পারস্য উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইনের। এই দ্বীপ ২০২২ সালে পুরোপুরি বদলে গেছে। নর্থ ক্যারোলিনা উইলমিংটন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল জিওগ্রাফার এমান ঘোনেইম জানান, বাহরাইনে জনবসতি ক্রমশই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ণ। ভ‚মির অভাব ঘটছে। ফলে বাহরাইনের তীরভাগ ক্রমশ বাড়ছে। মাইক্রোসফটের মালিকানাধীন সংবাদমাধ্যম এমএসএন-এর খবরে বলা হয়েছে, ৩৫ বছরের একটা সময়-পর্বে এই পটবদল ঘটেছে। এটা জানা যাচ্ছে কারণ, থিম্যাটিক ম্যাপার অন ল্যান্ডস্যাট-৫ ১৯৮৭ সালের ১৭ আগস্ট বাহরাইনের একটি ছবি তুলেছিল। আবার ২০২২এর ১৭ আগস্টেও দেশটির একটি ছবি তুলেছে অপারেশনাল ল্যান্ড ইমেজার (ওএলআই) অনবোর্ড ল্যান্ডস্যাট ৮। এতেই পরিষ্কার হয়ে গিয়েছে বাহরাইনের নগরায়ণের বদলের এই ছবি। এমএসএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ