Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের বন্যার্তদের পাশে শায়েখ আবদুর রহমান সুদাইস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৯ পিএম

পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা মুসলমানদের ধর্মীয় কর্তব্য বলে মন্তব্য করেছেন মসজিদে হারামের ইমাম ড. শায়েখ আবদুর রহমান আস-সুদাইস।
সাবাক ওয়েবসাইট জানায়, শায়খ সুদাইস ‘কিং সালমান সেন্টার ফর হিউম্যানিটারিয়ান এইড’র অধীনে পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য অনুদান প্রদানের উদ্যোগ গ্রহণ করায় হারামাইন শারিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, ‘দুঃসময়ে পাকিস্তানি জনগণকে সাহায্য করা সৌদি নেতৃত্বের জন্য নতুন কিছু নয়। সৌদি কঠিন সময়ে আরব, মুসলিম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বরাবরই সাহায্য করে আসছে।’
শায়খ সুদাইস বলেন, ‘পাকিস্তানের জনগণ আমাদের ধর্মীয় ভাই যাদের সঙ্গে আমাদের গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।’
সৌদির নাগরিকদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের সকল নাগরিক এবং আবাসিক বিদেশীদের কিং সালমান সেন্টার ফর হিউম্যানিটারিয়ান এইডের অধীনে তাদের অনুদান জমা দেওয়া উচিত।’ সূত্র: উর্দু নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ