Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুটানকে হারিয়েছে যুবারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের কিশোরদের হারের দিনই বাহরাইন থেকে সুখবর দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। পরশু রাতে বাহরাইনে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা ২-১ গোলে হারায় ভুটানকে। ওইদিন বিকালে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শেষ চারে একই ব্যবধানে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ কিশোর দল।
বাংলাদেশের পক্ষে ফরোয়ার্ড পিয়াস নোভা ও বদলি খেলোয়াড় আশরাফুল হক আসিফ একটি করে গোল করেন। ভুটানের হয়ে এক গোল শোধ দেন সান্তা কুমার লিম্বো। আগের ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল লাল-সবুজরা। এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের ‘বি’ গ্রæপে বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছে। এই গ্রæপে পাঁচটি দল রয়েছে। চূড়ান্ত পর্বে প্রতি গ্রæপের চ্যাম্পিয়ন দল ও দশ গ্রæপের রানার্সআপের মধ্যে সেরা পাঁচ রানার্স আপ খেলবে। ১৬ ও ১৮ সেপ্টেম্বর যথাক্রমে কাতার ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ