Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের আসরে বরের কান্না!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিয়ের ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে নববধূর। বিয়ের সময় তারা মজার মজার কাণ্ড ঘটান যা ভাইরাল হয় ঝড়ের গতিতে। কিন্তু সম্প্রতি এমন একটি ভাইরাল ভিডিও দেখে সবাই বেশ হতবাক।

ভিডিওতে দেখা যায়, বিয়ের আসরে দাঁড়িয়ে জোরে জোরে কেঁদে চলেছেন বর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বরের পাশেই দাঁড়িয়ে নববধূ হেসে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও ফরাুধাবৎসধসধশবঁঢ়ধৎঃরংঃ নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একদিকে কনে যখন হাসছেন, অন্যদিকে বর কান্নাকাটি করতে থাকেন। তাকে বার বার চোখ মুছতে দেখা যায়।
ভিডিওতে দেখার মতো বিষয় হল যে, বিদায়ের সময় কনেকে কোথাও একটুও বিষণ্ন দেখা যাচ্ছে না। উল্টো কনে বিদায়ের সময় সেই বর হাউ হাউ করে কেঁদে চলেছেন। কিন্তু, এমন সচরাচর দেখা যায় না। বিদায়ের সময় ওই কনে এবং তার বাড়ির লোকেদেরই কাঁদতে দেখা যায়। সূত্র : নিউজটাইম এক্সপ্রেস ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ