Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের পরেই নবদম্পতির দৌড়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিয়ের আনুষ্ঠানিকা শেষ হওয়ার পরই এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেন নবদম্পতি, যা দেখে মাথায় হাত সকলের। নিজের বিয়েতে এমন কাণ্ড যে কেউ ঘটাতে পারে, তা এই ভিডিও না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়।
ভাইরাল সেই ভিডিও সৎথথথৎধযঁষ৪৪ নামের ইন্সটাগ্রামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, বিয়ে শেষ হওয়ার পরই আনন্দে দৌড় শুরু করেন বর এবং বউ। বিয়ের আসর থেকে দৌড় শুরু করেন তারা।
কিন্তু নবদম্পতি তাদের আত্মীয়-স্বজনসহ সবাইকে অবাক করে দিয়ে রাস্তায় পৌঁছে যান দৌড়াতে দৌড়াতে। তাদের সেই কান্ড দেখে সেখানে উপস্থিত অতিথিরাও হাসতে শুরু করে দেন। তারা কেন দৌড়ে চলেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নববধূর সেই কান্ড।

বিয়ে হয়ে যাওয়ার পর এমন ভাবে যে কেউ দৌড়াতে পারে, তা সেই ভিডিও না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। কিন্তু, ওই নবদম্পতি সেই কান্ড ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় হয়েছেন ভাইরাল। সূত্র : ইন্ডিয়া ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ