Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সৃষ্টিকর্তার প্রতি কৃষ্ণা রানীর কৃতজ্ঞতা প্রকাশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৭ পিএম | আপডেট : ১০:০০ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২২

সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে মঙ্গলবার শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে এখন আনন্দের আত্মহারা বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন তারকা ফুটবলার কৃষ্ণা রানী সরকার। তাই তো ম্যাচ শেষে দশরথ স্টেডিয়ামের মাটিতে মাথা ছুঁইয়ে দিলেন তিনি। মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সৃষ্টিকর্তার প্রতি। বাংলাদেশ নারী জাতীয় দলের পরিসংখ্যানে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর তিনিই। তাই হয়েছেন ম্যাচ সেরা।

কাঠমান্ডু থেকে এক ভিডিও বার্তায় ম্যাচ সেরা কৃষ্ণা বলেন, ‘ভারত অনেক বড় দল। আমরা জেতায় অনেক গর্বিত। ভারতকে হারিয়েছি, তাই উপরওয়ালার কাছে মাথা নত করে কৃতজ্ঞতা জানালাম।’

দূর্দান্ত গতি, নিখুঁত পাসিং আর গোলক্ষুধা-কি ছিল না সাবিনা খাতুনদের মধ্যে। ভারতের বিপক্ষে অসাধারণ এক ম্যাচ খেলে ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা। আগের দুই ম্যাচে গোল পাননি কৃষ্ণা। এই ম্যাচে ফিরলেন এক গোল করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ