Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিশ্বব্যবস্থা আরো ন্যায্য ও যুক্তিসঙ্গত করতে কাজ করবেন পুতিন-শি জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বৈশ্বিক ব্যবস্থাকে আরো ‘ন্যায্য ও যুক্তিসঙ্গত’ করতে চীন রাশিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক। দু’দেশের গভীর সম্পর্কের কথা তুলে ধরে বেইজিংয়ের এক শীর্ষ কূটনীতিক এমন মন্তব্য করেছেন। সোমবার বেইজিংয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভের সাথে বৈঠককালে চীনা কূটনৈতিক ইয়াং জেচি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশনায়, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক সঠিক পথে রয়েছে এবং উভয়পক্ষ তাদের মূল স্বার্থ সম্পর্কিত বিষয়ে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। শি-পুতিন বৈঠক সম্প্রতি বেইজিং ও মস্কোর মধ্যে কূটনৈতিক তৎপরতাকে আরও জোরদার করবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইয়াংয়ের সাথে বৈঠকে ডেনিসভ বলেন, দেশগুলোর মধ্যে সম্পর্ক ইতিবাচক ফলাফল দিয়েছে। আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উজবেকিস্তানে এক শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করবেন, এর আগেই জানিয়েছিলেন চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ডেনিসভ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইয়াং জেচি বলেছেন, ‘দুই দেশের মধ্যে উচ্চ-স্তরে কৌশলগত সহযোগিতা ক্রমাগত বাস্তবায়ন, অভিন্ন স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক শৃঙ্খলার উন্নয়নকে আরো ন্যায্য ও যুক্তিসঙ্গত করতে চীন রাশিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক’। দুবছর আগে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে প্রথম বিদেশ সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি সপ্তাহে কাজাখস্তান ও উজবেকিস্তানে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের আয়োজন করছে উজবেকিস্তান। গত ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে হামলা শুরু করার পর প্রথমবারের মতো পুতিনের সাথে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পেলেন শি জিনপিং। যদিও বেইজিং স্পষ্টভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমালোচনা করেনি। চীনের নেতারাও রাশিয়াকে নিষেধাজ্ঞার কারণে ত্রাণ বা সামরিক সরঞ্জাম সরবরাহ করার বিষয়টি এড়িয়ে গেছে। ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়া থেকে বিদেশি ব্র্যান্ডগুলো চলে যাওয়ার পর গাড়ি, টেলিভিশন এবং স্মার্টফোনের চীনা রপ্তানি দেশটির চাহিদা পূরণ করতে সাহায্য করে। দ্বিতীয় প্রান্তিকে রাশিয়ার নতুন গাড়ি আমদানির ৮১ শতাংশ আসে চীন থেকে। শাওমি কর্পোরেশন ছিল রাশিয়ার সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোম্পানি। রাশিয়া যুদ্ধের জন্য উত্তর কোরিয়া থেকে লাখ লাখ রকেট এবং আর্টিলারি শেল কিনতে চায়। মার্কিন কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো মস্কোকে ছোট, দরিদ্র প্রতিবেশীর কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য করছে। ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ