Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিশেষ ওয়ার্ক ভিসা দেবে সিঙ্গাপুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিশেষ ওয়ার্ক ভিসা প্রচলনের আশা করছে সিঙ্গাপুর। বিশেষত সিঙ্গাপুরের উন্নয়নখাতে বিশ্বের মেধাবীদের নেয়ার কথা ভাবছে সরকার। সোমবার দেশটির মানবসম্পদ মন্ত্রী তান সি লেং পার্লামেন্টে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিশেষ ওয়ার্ক ভিসা ছাড়ার আশা করছে সরকার। এর মধ্য দিয়ে ‘রেইনমেকারস অব দ্য ওয়ার্ল্ড’কে আকৃষ্ট করে অধিক প্রতিযোগিতামুলক করে তুলবে সিঙ্গাপুরকে। রেইনমেকারস অব দ্য ওয়ার্ল্ড বলতে তিনি ওইসব প্রকৌশল, উন্নত বিজ্ঞানের দিকে ইঙ্গিত করেছেন- যে বা যারা কৃত্রিম বৃষ্টি নামাতে পারেন। মেঘে কৃত্রিমভাবে স্ফটিক সৃষ্টি করে বৃষ্টি নামাতে পারেন। সিঙ্গাপুরের স্থানীয় অধিবাসীরা সাধারণত বিদেশি অভিবাসী শ্রমিকের বিষয়ে অস্বস্তি প্রকাশ করে থাকেন। সে ক্ষেত্রে যদি মেধাবীদেরকে নেয়া হয় তাহলে এর মধ্য দিয়ে সে বিষয়ে ভারসাম্য রক্ষা হবে বলে মনে করেন মন্ত্রী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আঞ্চলিক অর্থনীতির এই প্রাণকেন্দ্র দু’সপ্তাহ আগে নতুন একটি নিয়ম ঘোষণা করেছে। তাতে মাসে অভিবাসীরা কমপক্ষে ৩০ হাজার ডলার আয় করতে পারবেন বলে বলা হয়। তাদেরকে ৫ বছর মেয়াদী ভিসা দেয়ার প্রস্তাব দেয়া হয়। এসব খাতে যারা সুযোগ পাবেন একই সাথে তাদের স্ত্রীকেও স্বয়ংক্রিয়ভাবে সিঙ্গাপুরে কাজ করার অনুমতি দেয়া হবে। মন্ত্রী তান সি লেং বলেন, বৈশি^ক প্রতিভারা সিঙ্গাপুরের টেকসই, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফিনটেকের মতো উন্নয়ন খাতের বিকাশে সহায়তা করতে পারেন। কিন্তু অন্যদেশগুলোর সাথে আক্রমণাত্মক খেলায় চ্যালেঞ্জের মুখে আছে সিঙ্গাপুর। তিনি আরও বলেন, যখন আমরা শীর্ষস্থানীয় মেধাবীদের বিষয়ে কথা বলছি, তখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তারা কতটা বৈশি^ক এবং তাদের জন্য এই প্রতিযোগিতা কতটা কঠিন। একই রকম প্রোগ্রাম চালু করেছে বৃটেন, অস্ট্রেলিয়া, জার্মানি। ঠিক এ সময়ে ঘরের কাছের প্রতিবেশী মালয়েশিয়া এবং থাইল্যান্ড স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ বিদেশিদেরকে দীর্ঘমেয়াদে ভিসা ও প্রণোদনা ঘোষণা করছে। এসব অভিবাসী ওইসব দেশে গেলে তারা একটি নির্দিষ্ট সীমার ওপরে আয় করতে পারবেন। সিঙ্গাপুরে বিদেশি কর্মীদের নিয়ে স্থানীয় শ্রমশক্তির মধ্যে অসন্তোষ আছে। তাদের আশঙ্কাÑ ভাল আয়ের কাজগুলো নিয়ে নেবেন বিদেশিরা। এসব উদ্বেগ দূর করতে চাইছে সরকার। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ