মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইহুদিবাদী দেশ ইসরাইলের তেলআবিব এবং হাইফা নগরীতে হামলা চালানোর জন্য আরাশ নামে অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে ইরান। যদি ইসরাইলের সাথে যুদ্ধ শুরু হয়, তা হলে এ ড্রোন ব্যবহার করার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি বলেছেন, প্রথম দিকে যে আরাশ-ওয়ান ড্রোন বানানো হয়েছিল তার আধুনিক সংস্করণ হচ্ছে আরাশ-২ ড্রোন। ইরানের এ সামরিক কর্মকর্তা জানান, নতুন এই ড্রোনের অনন্য কিছু বৈশিষ্ট্য এবং সক্ষমতা রয়েছে। হামলা চালানোর আগে এই ড্রোন বেশ কয়েকবার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য যাচাই করে নিতে পারে। জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এই আরাশ বিশেষভাবে ইসরাইলের হাইফা এবং তেলআবিবে হামলার জন্য তৈরি করা হয়েছে। পরবর্তী সামরিক মহড়ায় এই ড্রোনের সক্ষমতা দেখানো হবে। উল্লেখ্য, ইসরাইলকে কোনো দেশ হিসেবে স্বীকার করে না ইরান। এমনকি ইসরাইল নামে কোনো শব্দও ব্যবহার করে না তারা। এর বদলে তারা বলেছে— তেলআবিব ও হাইফায় শহরের নাম ব্যবহার করে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।