মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার ঘটনায় সন্দেহের তীর বুনো ক্যাঙারুর দিকে গেছে। বিবিসি জানিয়েছে, বুনো ক্যাঙারুটি ওই বৃদ্ধের পোষ্য ছিল। স্থানীয় সময় মঙ্গলবার অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, ৮৬ বছরের মধ্যে এই প্রথমবার সে দেশে এ ধরনের মারাত্মক ক্যাঙারু আক্রমণের ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের রেডমন্ডের একটি বাড়িতে আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করেন তার এক আত্মীয়। বৃদ্ধের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সাথে সাথে অ্যাম্বুল্যান্স ডাকা হয়। অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে আসার আগেই ওই ব্যক্তি মারা যান। স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তারা নিশ্চিত ওই ব্যক্তিকে ক্যাঙারু আক্রমণ করেছিল। মুখপাত্র বলেছেন, অ্যাম্বুল্যান্স কর্মীরা যখন ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়েছিলেন, তখন তাদের বাধা দিয়েছিল ওই ক্যাঙারু। পুলিশ আরো জানিয়েছে, শেষ পর্যন্ত ক্যাঙারুটিকে গুলি করে মারতে বাধ্য হন তারা। কারণ, ক্যাঙারুটি ক্রমেই ঝুঁকি হয়ে উঠছিল। ক্যাঙারুটিকে ওই বৃদ্ধ আগে পোষ মানিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ক্যাঙারুটির প্রজাতি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে গ্রেট সাউদার্ন অঞ্চলে ওয়েস্টার্ন গ্রে ক্যাঙারুদের বেশি দেখা মেলে। এই বিশেষ প্রজাতির পুরুষ ক্যাঙারু ২.২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন ৭০ কেজি পর্যন্ত হতে পারে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।