Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সিচুয়ানে মৃত্যু ৯৩
ইনকিলাব ডেস্ক : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে গত সপ্তাহে সংঘটিত ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। প্রদেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় সব পরিবহন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবা স্বাভাবিক হওয়ার পর জরুরি প্রতিক্রিয়ার স্তর নামানো হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, ৫ বছরের মধ্যে প্রদেশটিতে হওয়া সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে গানসি নামে পরিচিত এলাকায় ৫৫ জন ও ইয়ান শহরে ৩৮ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল লুদিংয়ের ৯ জনসহ এখনও ২৫ জন নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে। রয়টার্স।


অগ্নিকাণ্ডে নিহত ৮
ইনকিলাব ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরের একটি ইলেকট্রিক স্কুটার শোরুমে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর সেকেন্দ্রাবাদের ওই শোরুমটিতে লাগা আগুনে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি ভবনের নিচতলার ওই দোকানটিতে আগুন লাগার পর তা দ্রুত দ্বিতীয় ও তৃতীয় তলার একটি অতিথিশালায় ছড়িয়ে পড়ে আর তাতে ৮ জনের মৃত্যু হয়। এদের অধিকাংশই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন তারা। আগুন লাগার সময় ওই অতিথিশালায় কর্মী ও অতিথি মিলিয়ে প্রায় ২৫ জনের মতো ছিল। এনডিটিভি।


যথাযথ চিকিৎসা
ইনকিলাব ডেস্ক : কারাবন্দি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ‘যথাযথ’ চিকিৎসা সেবা দিতে সরকার ও কারাকর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তার মেয়ে। আদালত ২০২০ সালে দুর্নীতির ওই মামলায় নাজিবের সাজা ঘোষণা করে। যার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেছিলেন। কিন্তু গত ২৩ অগাস্ট উচ্চ আদালত তার আপিল খারিজ করে সাজা বহাল রাখে। পাশাপাশি তাকে ২১ কোটি রিঙ্গিত জরিমানাও দিতে হবে। উচ্চ আদালতে আপিল আবেদন খারিজ হওয়ার পর ৬৯ বছর বয়সী নাজিবকে কাজাংয়ে দেশটির সর্ববৃহৎ কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগ পর্যন্ত তিনি জামিনে ছিলেন। নাজিবের বিরুদ্ধে দুর্নীতির আরো চারটি মামলা চলছে। রয়টার্স।


পিছু হটলো
ইনকিলাব ডেস্ক : লাদাখ সীমান্তে আরও একটি সংঘাতপূর্ণ এলাকা থেকে পিছু হটেছে ভারত ও চীনের সেনারা। ২০২০ সালে দুই দেশের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাত হয়। এর পর শান্তি দীর্ঘায়িত করার লক্ষ্যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। নতুন করে গোগরা-হটস্প্রিংয়ের প্যাট্রলিং পয়েন্ট ১৫ থেকে পিছু হটেছে দেশ দুটি। পাশাপাশি সেখানে যে অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, তাও ভেঙে দেয়া হয়েছে। ২০২০ সালে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাতের পর এই নিয়ে চতুর্থবার সেনা পিছু হটিয়েছে নয়া দিল্লি এবং বেইজিং। হিন্দুস্তান টাইমস।


রানীর মতো
ইনকিলাব ডেস্ক : রানীর মতো পোশাক পরে রাজতন্ত্রের অবমাননার অভিযোগে থাইল্যান্ডে এক অধিকারকর্মীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২৫ বছর বয়সী জাতুপর্ন ‘নিউ’ সায়েউয়েং ২০২০ সালে ব্যাংককে একটি রাজনৈতিক বিক্ষোভ চলাকালে গোলাপি রঙের সেই পোশাক পরেছিলেন। সোমবার দেশটির আদালত এ রায় দেন। তবে তিনি রাজতন্ত্রের অপমানের অভিযোগ অস্বীকার করে বলেন যে, তিনি কেবল একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন সেদিন। তবে থাইল্যান্ডে কঠোর আইন রয়েছে যেখানে রাজা ও অন্যান্য রাজপরিবারের সদস্যদের সমালোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২০ সালের নভেম্বর থেকে, তিন বছরে অন্তত ২১০ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে লেসে-ম্যাজেস্টি আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। রয়টার্স।


নিলামে স্মৃতিচিহ্ন
ইনকিলাব ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের কলেজ জীবনের কিছু মূল্যবান ছবি নিলামে উঠেছে। তার সাবেক প্রেমিকা জেনিফার গোয়েন সেই ছবি নিলামে তুলেছেন। জেনিফারের সাথে ইলন মাস্কের কাটানো বেশকিছু মূহুর্তের ছবিও রয়েছে এতে। নিলামে তোলায় এরই মধ্যে সাড়া ফেলেছে তাদের সম্পর্কের সেসব স্মৃতিচিহ্ন। জেনিফার গোয়েন যিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সাথে সময় কাটিয়েছিলেন যখন তারা দুজনেই পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। বোস্টনভিত্তিক প্ল্যাটফর্ম আরআর অকশন তাদের ছবিসহ অন্যান্য স্মৃতিচিহ্ন নিলামে তুলেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ