নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অনেক দিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মের সঙ্গে লড়ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। একই সাথে দলের ব্যর্থতার জন্য টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। এবার প্রশ্ন উঠছে তার অবসর নিয়ে। মুশফিকের পর কি মাহমুদউল্লাহও অবসর নিতে চলেছেন? এমন একটা গুঞ্জনও চলছে বেশ।
তবে টি-টোয়েন্টির ফর্মের কারণে জায়গা হারাননি তিনি। ছিলেন এশিয়া কাপে। দুই ম্যাচ খেলে তিনি করেছেন ৫২ রান, বল খেলেছেন ৪৯টি। এমন ফর্মের কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেই তার জায়গা পড়ে গেছে অনিশ্চয়তার দোলাচলে।
মঙ্গলবার বিকেলে মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও ধেয়ে গেল মাহমুদউল্লাহর অবসর নিয়ে প্রশ্ন। শুরুতে আসে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ। সেখানে তাকে দেখছেন কি না এমন এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এই মুহুর্তে আমার জন্য বলা ভেরি ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি, টিম কম্বিনেশনের ওপরও অনেক কিছ নির্ভর করে। কম্বিনেশনে ওরা কি চিন্তা করছে সেটা নিয়ে যতক্ষণ আমাকে না বলছে তাহলে তো বুঝতে পারছি না।’
মুশফিকের অবসর ঘোষণা এসেছিল ফেসবুকে। তেমন কিছুর পুনরাবৃত্তি না ঘটিয়ে বোর্ডকে ‘জানিয়ে’ অবসরের ঘোষণা দেওয়ার অনুরোধই যেন জানালেন পাপন, যেন খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে ‘সম্মানজনকভাবে’ অবসরের সুযোগটা পায় বিসিবি।
পাপনের কথা, ‘যদি ওকে রিটায়ার্ড করতে হয় এবং আমরা যদি ওকে জায়গা না দিতে পারি তাহলে ওকে এই সুযোগ মিনিমাম রেসপেক্ট তো দেয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের। ইভেন মুশফিকও। মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। শেষ দিন পর্যন্ত বলে যাচ্ছি, মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। একেকটা ফরম্যাটে একেক জনের জায়গা হয় না টিম কম্বিনেশনের কারণে সেটা ভিন্ন বিষয়।’
‘ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো আমি দুই বছর পর অনেককে পাবো না। টিম তৈরি করতে চাচ্ছে সেটাও ভিন্ন ইস্যু। তবে ডেফিনেটলি প্লেয়াররা নিজের নিজের ডিক্লেয়ার না করে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা তাদেরকে রেসপেক্টফুললি বিদায় দেব। যেটা যে কোনো ফরম্যাটে। সেই সুযোগটা তারা যেন আমাদেরকে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।