Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেভলপমেন্ট কাপ নারী হকি শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৯:২০ পিএম

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনায় ও ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ডেভলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট। সোমবার বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাহফে লাল দল ২-০ গোলে হারায় বাহফে নীল দলকে। বিজয়ী দলের হয়ে নাদিরা ও কনা আক্তার একটি করে গোল করেন।

এর আগে মওলানা ভাসানী ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাহফের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন বাহফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, সহ-সভাপতি সাজেদ এ এ আদেল, জনাব জাকি আহমেদ রিপন, মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাহফে সবুজ দল খেলবে বাহফে হলুদ দলের বিপক্ষে। ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ