নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্তের ১৬ দিন পর শোকজ নোটিশ পেলেন দুই টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা ও সাদিয়া রহমান। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে না খেলে বাইরে ঘুরতে যাওয়ায় তাদেরকে এই শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশন। গত ২৬ আগস্ট কার্যনির্বাহী কমিটির সভায় অভিযুক্ত দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক পর্যায়ে তিন ও ঘরোয়া আসরে দুই বছর নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।
সূত্রে জানা যায়, রোববার অভিযুক্ত দুই খেলোয়াড় ফেডারেশনের শোকজ গ্রহণ করেছেন। এ বিষয়ে সোনম সুলতানা বলেন, ‘চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। সময়সীমার মধ্যেই উত্তর দেব।’ টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে উল্লেখ রয়েছে, তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্ত দুই খেলোয়াড় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে না করলে কার্যনির্বাহী কমিটির গৃহীত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কার্যকর হবে। শোকজের চিঠিতে উল্লেখ রয়েছে যে, অভিযুক্ত খেলোয়াড়েরা না খেলে ফেডারেশন ও দেশের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। শোকজ বিলম্বের কারণ সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন,‘ সভার পরপরই আমাদের লাওস সফর ছিল। লাওস থেকে স¤প্রতি ফিরেছি আমরা। ফিরেই তাদের চিঠি দিয়েছি।’
এদিকে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সভা রয়েছে। ওই সভায় সদ্য শেষ হওয়া দুই গেমসের (বার্মিংহাম কমনওয়েলথ ও ইসলামিক সলিডারিটি গেমস) পর্যালোচনা হবে বলে জানা গেছে। দুই গেমসের সেফ দ্য মিশন এই সভায় তাদের রিপোর্ট জমা দেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।