Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যনসির আগের সংসার কেন ভেঙেছে?

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি’র একাধিকবার সংসার ভেঙেছে। ২০০৬ সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসারে রোদেলা নামে তাদের এক কন্যাসন্তান রয়েছে। এরপর সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। এ সংসারে জন্ম নেয় ন্যানসির দ্বিতীয় কন্যা নায়লা। গত বছরের এপ্রিলে তাদের সংসার ভেঙে যায়। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। এ বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই তিনি। ন্যানসি সাধারণত তার ব্যক্তিগত ও পেশাগত নানা বিষয় ভক্তদের জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। সংসার জীবনের টানাপড়েন নিয়ে নানা সময় নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। বিশেষ করে মেহেদীর সঙ্গে বিয়ের পর অনাকাক্সিক্ষত মন্তব্যের শিকার হন। প্রশ্ন উঠে বারবার কেন তার সংসার ভাঙে। এ বিষয় নিয়ে গত শনিবার রাতে ফেসবুক লাইভে আসেন তিনি। এ সময় পূর্বের সংসার ভাঙার কারণসহ বর্তমান সংসার জীবন নিয়ে কথা বলেন। শুরুতে ন্যানসি বলেন, অনেক দিন ধরে এসব প্রশ্ন শুনছি। কিন্তু আমার স্বামী (মেহেদী) এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, ব্যক্তিগত ও শিল্পীজীবন দুটো আলাদা। তবে কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়। আগের সংসার ভাঙার কারণ উল্লেখ করে ন্যানসি বলেন, আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা; তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। তবে জীবন চলার পথে যখন আমাদের মনে হয়েছে, কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি। অন্যদিকে অনেকে মনে করছেন, আমার প্রাক্তন একা জীবনযাপন করছেন। তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন, সুখে আছেন। তিনি যার সঙ্গে দীর্ঘদিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন। তারা ভালোবেসে ঘর বেঁধেছেন। গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করা নিয়ে ন্যানসি বলেন, আমি মেহেদীকে ভালোবেসে বিয়ে করেছি। আমার মনে হয়, ভালোবাসা ও প্রণয়ের মধ্যে কিছুটা তফাত রয়েছে। প্রণয়ের চেয়ে ভালোবাসার গভীরতা অনেক বেশি। মেহেদীর প্রতি আমার অনেক আস্থা। এই আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমরা একে অপরকে বিয়ে করি। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তানও আছে। নেটিজেনদের অনেকে মনে করে, মেহেদীর চেয়ে বয়সে অনেক ছোট ন্যানসি। এ সম্পর্কে ন্যানসি বলেন, মেহেদীর চেয়ে আমি ৯ বছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোটবড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়। অন্যদিকে, গত মার্চে ন্যানসি জানিয়েছিলেন, তৃতীয় সংসারে ভালো নেই তিনি। এ নিয়েও কম সমালোচনার শিকার হননি। ন্যানসি বলেন, বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু আমার সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই। আমার জীবনে যে মানুষগুলোর কোনো অবদান নেই, যারা আমাকে চেনেনও না, কিন্তু ফেসবুকে টুক করে একটা মন্তব্য করে বসেন। তারা আসলে কীভাবে এমন মন্তব্য করতে পারেন? এসব কারণে আমি হতাশ হয়ে যেতাম। এসবের প্রভাব আমার ব্যক্তিগত ও সংসার জীবনে পড়তো। আমার মনে হয় এই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যনসির আগের সংসার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ