Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও স্বর্ণালংকার উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৪ পিএম

আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত রোববার প্রায় ১০ ঘণ্টা অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর থানা এবং টুঙ্গিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। আজ সোমবার র‌্যাব এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের চিতলমারী এলাকার মোঃ রুহুল আমিন ও আবদুল আহাদ, টুঙ্গিপাড়ার বিবেক বৈরাগী ও আলিম শেখ।
র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, গত ৯ সেপ্টেম্বর বাগেরহাট সদর এলাকায় এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাই হয়। ভুক্তভোগী থানায় মামলার পাশাপাশি র‌্যাব-৬ এর সদর দপ্তরে অভিযোগ করে। র‌্যাব গোপালগঞ্জ থেকে ছিনতাইকারী চক্রের মূলহোতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি মোটরসাইকেল ও তার অন্যতম সহযোগী আবদুল আহাদের কাছ থেকে ১টি চাকু উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ও আবদুল আহাদ জানিয়েছে ছিনতাই করা স্বর্ণ মেসার্স মা জুয়েলার্সের মালিক বিবেক বৈরাগীর নিকট বিক্রি করেছেন। পরবর্তীতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে মা জুয়েলার্সে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ১ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণালংকার উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ