মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রেস্তোরাঁর বিল না মিটিয়ে পালিয়েছিলেন এক তরুণী। শেষে তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হয়। ওই তরুণী দাবি করলেন, তিনি সুন্দরী বলেই তাকে পাকড়াও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস বিমানবন্দরে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৮ বছর বয়সি এক তরুণী একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। কিন্তু বিল না মিটিয়েই সেখান থেকে পালিয়ে যান বলে তরুণীর বিরুদ্ধে অভিযোগ। ডাকা হয় দ্য লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশকে। কিন্তু ততক্ষণে উধাও হয়ে যান তরুণী।
পরে হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীরা ওই তরুণীর ব্যাপারে পুলিশকে খবর দেন। যে তরুণীর খোঁজ করছে পুলিশ, তার সঙ্গে বিমানবন্দরে এক তরুণীর মিল রয়েছে বলে জানান বিমানবন্দরের কর্মীরা। এরপরই বিমানবন্দর থেকে ওই তরুণীকে পাকড়াও করা হয়।
গ্রেফতারের পরই ওই তরুণী দাবি করেন যে, তিনি সুন্দরী বলেই তাকে পাকড়াও করা হয়েছে। পুলিশ কর্মীরা তাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন ওই তরুণী। সূত্র : ফক্স নিউজ, ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।