Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া কাপ জিতলে কত টাকা পাবে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৬ পিএম | আপডেট : ৮:৫৯ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২২

এশিয়া কাপের জমজমাট ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়ার শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াইয়ে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবব আজম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এই লড়াই শ্রেষ্ঠত্বের তো বটেই, আর্থিক বিষয়ও মিশে আছে এর সঙ্গে। ফাইনাল জিতলে দুই দলের সামনে থাকছে বিপুল অর্থের হাতছানি। গত বারের এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ আর ভারত। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সেবার থেকে অবশ্য এবারের প্রাইজমানি প্রায় বেড়ে গেছে তিন গুণ।

২০১৮ সালের সেই আসরে বাংলাদেশ রানার্স আপ হয়ে পেয়েছিল ৩০ হাজার ডলার, আর চ্যাম্পিয়ন ভারত জিতেছিল এর দ্বিগুণ। সব মিলিয়ে দুই দলের প্রাইজমানি ১ লাখ ডলারও ছিল না। এবার প্রাইজমানি এতটাই বেড়েছে যে, আজ রানার্স আপ হলেই মিলবে গেলবারের মোট প্রাইজমানির চেয়ে বেশি অর্থ।

এবার রানার্স আপ দল পাবে ১ লাখ ডলার সমমূল্যের প্রাইজমানি। আর চ্যাম্পিয়ন দল পাবে এর দ্বিগুণ, অর্থাৎ ২ লাখ ডলার। শিরোপা জেতা দলটির প্রাপ্তি এখানেই শেষ নয়, উপরি পাওনা হিসেবে নানান বোনাস থাকছে দলটির জন্য। প্রাইজমানির ঝনঝনানি থাকলেও দিন শেষে শিরোপা আর মর্যাদাটাই বোধহয় বেশি অর্থ বহন করে এখানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ