বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাণিজ্যমন্ত্রী টিপু মুুুুুুুুুুনসি বলেছেন, দেশ ক্রমান্বয়ে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এই সরকারের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে, তা আর কোন সরকারের আমলে হয়নি। দেশের উন্নয়ন দেখতে হলে চোখ খুলে দেখতে হবে।
তিনি আজ রোববার সকালে রংপুর মহানগরীর কেরানীপাড়ায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আ.লীগ সরকার দেশের মানুষের জন্য কাজ করছে, দেশের উন্নয়নের জন্য কাজ করেছে। দেশের মানুষের জীবন বদলে দিয়েছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। নিরাপত্তা ও জীবন মান উন্নয়নের জন্য দেশের মানুষ নির্বাচনে আবারও আওয়ামী লীগের পক্ষে রায় দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে যে অঙ্গীকার করেছিলেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, টিসিবির ১ কোটি কার্ডের মাধ্যমে ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। সুবিধাভোগীরা সুলভ মূল্যে পণ্য পাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।