Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের বন্যার্তদের জন্য এশিয়া কাপ জিততে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৩ পিএম

এশিয়া কাপের জমজমাট ফাইনালে বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা। তবে ফাইনালে পাকিস্তানের চেয়ে শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছে সবাই। কারণ শ্রীলংকা দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ও পাকিস্তান দুইবার এশিয়া কাপ জিতেছে।

রেকর্ড সাত আসরের শিরোপা জয়ী ভারতকে এবার গ্রুপপর্বের লড়াই থেকেই বিদায় করে দিয়েছে পাকিস্তান-শ্রীলংকা।
এদিকে পাকিস্তানে চলছে ভয়াবহ বন্যা। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল ডুবে আছে বন্যার পানিতে। মানবিক বিপর্যয় আর অবকাঠামোর ক্ষয়ক্ষতি মিলিয়ে পাকিস্তান এখন কঠিন সময় পার করছে।

ফাইনালের ঠিক আগে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান বলেছেন, বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা এশিয়া কাপ জিততে চাই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এই অলরাউন্ডার বলেন, নজিরবিহীন আবহাওয়া পরিস্থিতির জেরে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এখন পানির নিচে। জলবায়ুসৃষ্ট এ বিপর্যয়ের সময় আমরা প্রিয় মাতৃভূমি থেকে দূরে, যা আরও বেদনাদায়ক। বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য টুর্নামেন্টটি আমরা জিততে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ