মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আপনি কি হাত ছাড়া বাইক চালাতে পারেন? এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে, কী ভাবে না ধরেই বাইক চালানো যায়। একজন ব্যক্তিকে বাইকের ড্রাইভিং সিটের পিছনে বসে একটি বাইক চালাতে দেখা যাচ্ছে। শুনতে অবাক লাগলেও, এমনই একটি ঘটনা শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনরা রীতিমতো হতবাক এমন কাণ্ড দেখে। তাদের প্রশ্ন সেই বাইক কী তাহলে হিন্দি সিনেমা মিস্টার ইন্ডিয়া চালাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও ৎবধষশধৎধহপযধষিধথ নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন ব্যক্তি রাস্তায় বাইক চালাচ্ছেন।
কিন্তু, অবাক করা বিষয় হল ওই ব্যক্তি ড্রাইভিং সিটে নয়, ড্রাইভিং সিটের পিছনে বসে বাইক চালাচ্ছেন। যা দেখে সবাই হতবাক হতে বাধ্য। ওই ব্যক্তির এমন অদ্ভুত পদ্ধতি সবাইকে হতবাক করে দিয়েছে। পেছনের সিটে বসে এক পাশে দুই পা রেখে ওই ব্যক্তিকে এই কাজ করতে দেখে একজন গাড়ি চালক সেই ভিডিও শুট করেছিলেন। আর তা এখন ইন্টারনেটে ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে নেটিজেনদের মিস্টার ইন্ডিয়া সিনেমার কথা মনে পড়ছে। সেটি দেখার পর নেটিজেনরা কমেন্ট সেকশনে নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ কেউ কমেন্ট করেছেন যে, ‘অনিল কাপুর বাইক চালাচ্ছেন।’
ভাইরাল সেই ভিডিও এ পর্যন্ত প্রায় ২৪.৩ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। প্রায় ১.৮ মিলিয়ন মানুষ পছন্দ করেছেন সেই ভিডিও। একই সঙ্গে ভিডিওতে প্রায় ৯ হাজারেরও বেশি মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।