মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সাউথ আইসল্যান্ডের কাইকোরা শহরের নিকটবর্তী সমুদ্রে শনিবার নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ছয়জনকে উদ্ধার করা হয়েছে। শহরের মেয়র বলছেন, সাগরে ভাসমান অবস্থায় তিমি মাছের সাথে ধাক্কা লেগে নৌকাটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
কাইকোরার মেয়র ক্রাইগ ম্যাকলে বার্তা সংস্থা এপিকে জানান, নৌকাটিতে ১১ জন যাত্রী ছিলেন। ছয়জনকে এরইমধ্যে উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নৌকাডুবিতে নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো নৌকার কেবিনে ছিল বলে খবরে জানানো হয়।
মেয়র জানান, তাদের ধারণা সমুদ্রের পানি শান্ত ছিল। কিন্তু নিচ দিয়ে যাওয়া একটি তিমি ধাক্কা দিয়ে নৌকাটিকে উল্টে ফেলে।
কাইকোরার এই অঞ্চলটিতে নানা প্রজাতির তিমির দেখা মেলে। ফলে দর্শনার্থীরা প্রায়ই সেখানে তিমি মাছ দেখতে আসেন। তবে কী ধরনের তিমি নৌকাটিকে ধাক্কা মেরেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি মেয়র। সূত্র : ডয়চে ভেলে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।