বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে রেস করার সময় সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫), কুমারগাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)।
গুরুতর আহত বিপ্লব (২০) শহরতলীর চৌড়হাস এলাকার বাসিন্দারা। তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এসময় তারা একে-অপরের থেকে দ্রুতগতিতে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন।
ওসি বলেন, একপর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।