মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৯৬ বছরে মৃত্যুর মাধ্যমে অবসান হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ যুগের। ব্রিটেনের সিংহাসনে বসেছেন রাজা তৃতীয় চার্লস। গত ৭০ বছর ধরে ব্রিটেনের সিংহাসনে ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের কর্তৃত্ব। ৭৩ বছর বয়সে তৃতীয় চার্লস রাজা হয়ে সৃষ্টি করলেন নয়া ইতিহাস। ৭৩ বছর বয়সে এই প্রথম কোনো রাজা ব্রিটেনের সিংহাসনে বসলেন। রাজা হওয়ার সাথে সাথেই চার্লস কী কী সুবিধার অধিকারী হলেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
রাজা তৃতীয় চার্লস ৭৩ বছর বয়সে ব্রিটেনের সিংহাসনে বসছেন। এ মুহূর্তে তার অভিষেক হলেও রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর এক বছর পর হবে চার্লসের করোনেশন।
ব্রিটেনের রাজা কিংবা রানির সব সময় দুবার করে জন্মদিন পালন করা হয়। এবার চার্লসের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য। ব্রিটেনের নতুন রাজা হওয়ার পর বিদেশ ভ্রমণের জন্য চার্লসের কোনো পাসপোর্ট প্রয়োজন হবে না। বিনা পাসপোর্টেই তিনি বিশ্ব ভ্রমণ করতে পারবেন। ব্রিটেনের রাজা বা রানি পশুপাখিদেরও নিয়ন্ত্রণ করেন। হাস থেকে শুরু করে ডলফিন তিমি মাছকেও রাজপরিবারের সম্পত্তি হিসেবে গণ্য করা হয়।
পাশাপাশি গোটা ব্রিটেন ভ্রমণ করতে গেলে চার্লসের কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গোটা ব্রিটেনে রাজা ভ্রমণ করতে পারবেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।