মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় বিরাট বাজেটে নির্মিত একটি তেলের পাইপলাইন-বিরোধী চলমান আন্দোলনে এবার যোগ দিয়েছেন দেশটির কয়েক হাজার সাবেক সেনা সদস্য। এ আন্দোলনের কর্মীরা স্ট্যান্ডিং রক এলাকায় শূন্য ডিগ্রি তাপমাত্রায় বিক্ষোভ করছেন। কর্তৃপক্ষ আজ সোমবারের মধ্যে আন্দোলনস্থল ছাড়ার নির্দেশ জারি করেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে কয়েকজন বিক্ষোভকারীকে মারধর করেছে পুলিশ।
পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরেই এই পাইপলাইন স্থাপনের বিরোধিতায় আন্দোলন করে আসছেন। কয়েক বিলিয়ন ডলারের এ পাইপলাইনটির একটি সেকশন ছাড়া প্রায় পুরো স্থাপনার কাজ শেষ পর্যায়ে। একটি নদীর তীর ঘেঁষে এ পাইপলাইন স্থাপন করা হচ্ছে। পরিবেশবাদীদের এ আন্দোলনে এবার কয়েক হাজার সাবেক মার্কিন সেনারা যোগ দিয়েছেন। সাবেক সেনাদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক মার্কিন মেরিন সেনা ও বাল্টিমোর পুলিশ কর্মকর্তা মাইকেল উড জুনিয়র। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, যদি পুলিশ রাষ্ট্রীয় পরিচালিত এজেন্টে পরিণত হয়ে সম্মানের সঙ্গে যারা দেশকে সেবা দিয়েছেন সেই সব অহিংস সাবেক সেনাদের ওপর হামলা করে, তারা যদি আমাদের মারধর করে, তাহলে আমাদের দেশ কোথায় যাচ্ছে তার একটি সতর্ক সংকেত। সাবেক সেনাদের এই দলটি ফেসবুকে একটি পেজ খুলেছে এ আন্দোলনের সমর্থনে। একই সঙ্গে তারা খাবার, যাতায়াত ও নতুন স্বেচ্ছাসেবীদের জন্য সরঞ্জাম সংগ্রহের একটি ক্যাম্পেইনও শুরু করেছেন।
ইতোমধ্যে এ ক্যাম্পেইন থেকে প্রায় ৮ লাখ ৭০ হাজার ডলার সংগৃহীত হয়েছে। তাদের পেজে একটি পোস্টে ঘোষণা দেওয়া হয়েছে চলমান আন্দোলনকারীদের সঙ্গে আরও অন্তত ২ হাজার সাবেক সেনা যোগ দেবেন। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, এই আন্দোলনে তারা কোনও ধরনের বিদ্বেষ, সহিংসতা ও বিচ্ছিন্নবাদী আচরণ সহ্য করবেন না। দেশের জন্য আমরা এই আন্দোলনকে সমর্থন করছি। তাই আসুন তা ঐক্যবদ্ধভাবে সম্মানের সঙ্গে করি। অবশ্য তারা আন্দোলনকারীদের আত্মরক্ষামূলক সরঞ্জাম নিয়ে আসার জন্য বলেছেন। বডি আর্মার, গ্যাস মাস্ক, ইয়ার প্লাগ ও শুটিং মাফলার নিয়ে আসার জন্য বলা হয়েছে। তারা সাউন্ড কামানের আশঙ্কা করছেন। তবে কোনও ধরনের মাদক ও অস্ত্র না আনার কথা উল্লেখ করা হয়েছে। আন্দোলনকারীরা শূন্য ডিগ্রির নিচে প্রতিকূল আবহাওয়াতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আগামী সপ্তাহে তাপমাত্রা শূন্য ডিগ্রির চেয়ে আরও ৫ ডিগ্রি কমে যেতে পারে। নর্থ ডাকোটার গভর্নর জ্যাক ডালরিম্পল বুধবার বলেছেন, পাইপলাইনের রুট পরিবর্তন করার সুযোগ সম্ভবত নাই। তিনি জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে কাজ করার চেষ্টা করবেন। স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আন্দোলনস্থল থেকে সব বাধা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।