Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আমাদের সাথে বৈরী আচরণ করা হয়েছে : সারতাজ আজিজ

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া সম্মেলন থেকে গত রোববার রাতে ফিরেই জরুরি সংবাদ সম্মেলন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। ভারতে তার সঙ্গে বড়ই আজব ধরনের আচরণ করেছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সারতাজ আজীজ বলেন, ভারতীয় মিডিয়া আমাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য সন্ত্রাসবাদের আলোচনা উস্কে দেয়। হার্ট অব এশিয়ার যৌথ ঘোষণা খুবই ভারসাম্যহীন। আফগানিস্তানের প্রেসিডেন্টের বক্তব্যও সমালোচনাপূর্ণ। ভারতে নিরাপত্তাকর্মীদের বড়ই আজব মোয়ামেলা ছিল। হোটেলে আমাদের সঙ্গে কাউকে সাক্ষাৎ ও যোগাযোগ করতে দেয়া হয়নি। তিনি আরও বলেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট ভারতকে খুশি করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে বক্তব্য দেন। দৈনিক পাকিস্তান উর্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ