Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রানির মৃত্যুতে মুদ্রা থেকে শুরু করে পোস্ট বক্স, পাসপোর্ট, জাতীয় সঙ্গীত... যা কিছু বদলাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:১০ পিএম

এতদিন দেশের কয়েন-নোট, স্ট্যাম্পে রানির প্রতিকৃতি এবং পোস্ট বক্স, ইউনিফর্ম ও সারা দেশে সরকারি প্রতীকগুলোতে রানির নামের আদ্যক্ষর অলংকৃত ছিল। তাই রানির মৃত্যুর পর সবকিছু পরিবর্তন করা বিশাল একটি কাজ; এতে বহু বছর সময় তো লাগবেই... এমনকি এই কাজ কোনোদিন শেষ নাও হতে পারে!
সাত দশক রাজত্বে থাকার পর গতকাল ৯৬ বছর বয়সে মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই সঙ্গে যবনিকাপাত ঘটেছে ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়ের। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, রানির শেষকৃত্যানুষ্ঠান এবং পরবর্তীতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক প্রক্রিয়ায় আলাদা আলাদাভাবে আনুমানিক ৬ বিলিয়ন পাউন্ড খরচ হবে। কিন্তু এছাড়াও, রানির মৃত্যুতে ব্রিটেনে প্রাতিষ্ঠানিক খাতে যেসব পরিবর্তন আনতে হবে তা সহজেই এই ব্যয়কে ছাড়িয়ে যাবে।
১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে বসার পর থেকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত নারী হিসেবে পরিচিত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। এতদিন দেশের কয়েন-নোট, স্ট্যাম্পে রানির প্রতিকৃতি এবং পোস্ট বক্স, ইউনিফর্ম ও সারা দেশে সরকারি প্রতীকগুলোতে রানির নামের আদ্যক্ষর অলংকৃত ছিল। তাই রানির মৃত্যুর পর এই সবকিছু পরিবর্তন করা এক পর্বতসম কাজ এবং এতে বহু বছর সময় তো লাগবেই... এমনকি এই কাজ কোনোদিন শেষ নাও হতে পারে! চলুন এক নজরে দেখে নেওয়া যাক রানির মৃত্যুতে ব্রিটেনে কী কী বিষয়ে পরিবর্তন আনতে হবে।

রয়্যাল সাইফার
রয়্যাল সাইফার একটি মনোগ্রাম এবং প্রতিটি শাসকের জন্য অদ্বিতীয়ভাবে তৈরি করা হয়। শাসকের নাম ও উপাধি নিয়ে এটি তৈরি করা হয়। সাধারণত সরকারি ভবন, ইউনিফর্ম, রাজকীয় বা রাষ্ট্রীয় নথিপত্র এবং রাজকীয় আনুষঙ্গিক জিনিসের মধ্যে এই মনোগ্রামসদৃশ চিহ্নটি দেখা যায়।
কিন্তু রানির মৃত্যুর পর রয়্যাল সাইফারে 'ইআর' এর পরিবর্তে 'সিআর' বসানো হতে পারে। শুধুমাত্র প্রথম অক্ষর পরিবর্তনের কারণ হলো, ইংরেজি জ অক্ষর দিয়ে রেক্স বা রেজিনা বুঝানো হয়; লাতিন ভাষায় এর অর্থ যথাক্রমে রাজা এবং রানি। তবে রয়্যাল সাইফার এখনই পরিবর্তন করা হবে কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি।

পোস্ট বক্স
রাজকীয় মেইল পোস্ট বক্সে বর্তমানে ঊজওও চিহ্ন রয়েছে, যার অর্থ হলো দ্বিতীয় এলিজাবেথ রেজিনা। কিন্তু রানির মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লসের নামানুসারে তা ঈজওওও করা হতে পারে।
বলে রাখা ভালো, পোস্ট বক্সগুলো যখন বানানো হয় তখন ওই সময়কার শাসকের নামানুসারে চিহ্ন যুক্ত করা হয়। এই মুহূর্তে ব্রিটেনে এক লাখেরও বেশি পোস্ট বক্স রয়েছে, তাই সবগুলোতে চিহ্ন পরিবর্তন করা যে বিশাল কাজ তা বলাই বাহুল্য! দ্য পোস্টাল মিউজিয়াম জানিয়েছে, পুরনো পোস্ট বক্সগুলো বদলানো হবে না, শুধুমাত্র যখন নতুন পোস্ট বক্স বসানো হবে তখনই তাতে নতুন রাজার চিহ্ন যুক্ত করা হবে।

ব্যাংক নোট ও মুদ্রা
দ্য কয়েন এক্সপার্ট জানিয়েছে, দেশের মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের একটি নতুন পোট্রেট যুক্ত করা হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সংবলিত কয়েন ও নোট বছরের বাকি সময় পর্যন্ত প্রচলিত থাকবে এবং এরপরে রাজা চার্লসের প্রতিকৃতি সংবলিত মুদ্রা বাজারে ছাড়া হবে।
তবে এ প্রক্রিয়ায়ও বেশ সময় লেগে যাবে এবং রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সংবলিত বহু মুদ্রাই আগামী অনেক বছর পর্যন্ত প্রচলিত থাকবে। ব্যাংক ও পোস্ট অফিসগুলো কয়েন ও নোটের নতুন নকশা প্রচলন করবে এবং পুরনো নোট-কয়েন জমা নিয়ে আস্তে আস্তে দেশে নতুন মুদ্রার ব্যবহার শুরু করবে।
বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় ৪.৫ বিলিয়ন ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ব্যাংক নোটে রানি এলিজাবেথের মুখ ছাপা রয়েছে। এগুলোর মূল্যমান ৮০ বিলিয়ন ব্রিটিশ পাউন্ড। নতুন রাজার ছবিযুক্ত ব্যাংক নোট দিয়ে এগুলো স্থলাভিষিক্ত করতে অন্তত দুই বছর সময় লাগতে পারে। সর্বশেষ ৫০ পাউন্ডের যে সিনথেটিক নোট ছাপার প্রক্রিয়ার সম্পন্ন হতে সময় লেগেছিল ১৬ মাস।
কানাডার ২০ ডলারের নোট, নিউ জিল্যান্ডের মুদ্রায় রানির ছবি রয়েছে। এছাড়া ইস্টার্ন ক্যারিবিয়ান কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা সব মুদ্রা ও নোটে রয়েছে রানির ছবি। কমনওয়েলথভুক্ত কয়েকটি দেশের মুদ্রাতেও রয়েছে রানির ছবি। ইতিহাসের ধারা মেনে চললে মুদ্রায় পরিবর্তন আসবে ধীর গতিতে।

ডাকটিকিট
পোস্ট বক্সের পাশাপাশি ডাকটিকিটেও পরিবর্তন আনতে হবে, যেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের পরিবর্তে তার ছেলে, বর্তমান রাজা তৃতীয় চার্লসের ছবি থাকবে।
শেষবার ডাকটিকিট পরিবর্তন করা হয়েছিল ১৯৫২ সালে এবং সে সময় 'ওয়াইল্ডিং ইস্যুস' নামে ডাকটিকিট প্রকাশ করা হয়। রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই আলোকচিত্রী ডরোথি ওয়াইল্ডিং রানি দ্বিতীয় এলিজাবেথের পোট্রেটগুলো তোলেন এবং ১৯৭১ সাল পর্যন্ত সেগুলো ব্যবহার করা হয়।

জাতীয় সঙ্গীত
ব্রিটেনের সিংহাসনে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের সাথে সাথে দেশটির জাতীয় সঙ্গীত 'গড সেভ দ্য কুইন'-এ আনতে হবে পরিবর্তন। রানির মৃত্যুর পর জাতীয় সঙ্গীতের ভাষা পরিবর্তিত হয়ে 'গড সেভ দ্য কিং' হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে জাতীয় সঙ্গীতের লাইনগুলো দাঁড়াবে-
এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের শাসনামলে জাতীয় সঙ্গীতের এই সংস্করণ প্রচলিত ছিল।

পাসপোর্ট
বর্তমানে ব্রিটেনের পাসপোর্টে রানি দ্বিতীয় এলিজাবেথকে উদ্দেশ্য করে 'হার ম্যাজেস্টি' উল্লেখ করা রয়েছে। রানির মৃত্যুর ফলে এখন রাজা চার্লসকে উদ্দেশ্য করে পাসপোর্টের প্রচ্ছদের লেখা পরিবর্তন করতে হবে। তবে বর্তমান কোনো পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে নতুন পাসপোর্ট করার সময়ই শুধু এই পরিবর্তন আনা হবে।

পতাকা
যুক্তরাজ্যে ছড়িয়ে থাকা পুলিশ স্টেশনগুলো থেকে শুরু করে নৌবাহিনীর জাহাজে হাজার হাজার পতাকা বদলে ফেলতে হবে। ‘কুইন্স কালার্স’ পতাকা ব্যবহার করে দেশটির সামরিক রেজিমেন্ট, ফায়ার সার্ভিসের পতাকায় রয়েছে রানির আদ্যক্ষর, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউ জিল্যান্ডসহ যেসব দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন রানি এলিজাবেথ সেসব দেশের পতাকাকে ‘ই ফ্ল্যাগস’ বলা হয়- এসব পরিবর্তন করা হবে।
বদলাতে পারে রাজপ্রাসাদের পতাকাও। রানি এলিজাবেথ যে পতাকা ব্যবহার করতে তাতে প্রতীকীভাবে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলসকে তুলে ধরা হয়েছে। এটি তৈরি করা হয়েছিল ওয়েলস নিজেদের পতাকা পাওয়ার আগেই। ১৯৫৯ সালে ওয়েলস নিজেদের পতাকা পায়। এতে পরিবর্তন আনতে পারেন নতুন রাজা।

প্রার্থনা
রানি এলিজাবেথ ছিলেন চার্চ অব ইংল্যান্ডের ‘ডিফেন্ডার অব দ্য ফেইথ অ্যান্ড সুপ্রিম গভর্নর’ (ধর্মের রক্ষাকারী ও সর্বোচ্চ গভর্নর)। 'বুক অব কমন প্রেয়ার'-এ যে কথাগুলো আছে সেগুলোতে রানির কথা বলা হয়েছে। প্রার্থনায় বলা হয়, ‘তাকে আপনার পবিত্র আত্মার অনুগ্রহে পূর্ণ করুন, যাতে সে সর্বদা আপনার ইচ্ছার প্রতি ঝুঁকে থাকে এবং আপনার পথে চলতে পারে’। নতুন রাজার জন্য প্রার্থনায় তাই পরিবর্তন আসবে। এটি আইন করে বা রাজ ডিক্রি জারির মাধ্যমে করা হতে পারে। সর্বশেষ রাজমাতার মৃত্যুর পর পরিবর্তন করা হয়েছিল। সাময়িক সময়ের জন্য যাজকরা প্রার্থনায় পরিবর্তন আনতে পারেন। ফলে রবিবারের প্রার্থনায় সাধারণভাবে যা বলা হয় তাতে নতুন রক্ষাকারীর নাম সহজে অন্তর্ভুক্ত করা যাবে।

রয়্যাল আর্মস
গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে থাকবে রয়্যাল আর্মস। এতে একটি সিংহ ও ঢালের বিরুদ্ধে আক্রমণে উদ্যত ইউনিকর্ন রয়েছে। সরকারি চত্বর এবং স্টেশনারিতে এটি ব্যাপক ব্যবহার রয়েছে। এগুলোর পরিবর্তন ব্যয়বহুল। তবু এগুলোর পরিবর্তন করা প্রয়োজন হতে পারে।

রয়্যাল ওয়ারেন্ট
রয়্যাল ওয়ারেন্টেও আসবে পরিবর্তন। ত্রিনিদাদ ও টোবাগো থেকে শুরু সাসেস্কের ৬ শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়্যাল ওয়ারেন্ট ব্যবহার করে। মূলত রাজপরিবারের পণ্য সরবরাহে নিয়োজিতদের ক্ষেত্রে এটি কাজে লাগে। রানির মৃত্যুতে এসব প্রতিষ্ঠানের চুক্তি বাতিল হতে পারে। অবশ্য নতুন রাজা চাইলে বহাল রাখতে পারেন। এতে অবশ্য সময় লাগতে পারে। প্রিন্ট ফিলিপ মারা যাওয়ার পর তার সরবরাহকারীদের দুই বছর সময় দেওয়া হয়েছিল।

আনুগত্যের অঙ্গীকার
রাজমুকুটের প্রতি আনুগত্যের অঙ্গীকার ছাড়া ব্রিটিশ এমপিরা হাউস অব কমন্স, বিতর্কে অংশগ্রহণ, ভোট বা বেতন পান না। ১৯৫২ সাল থেকে আনুগত্যের অঙ্গীকারে ‘মহামান্য রানি এলিজাবেথ’-এর প্রতি আনুগত্যের কথা বলা হয়েছে। এখন নতুন এমপিরা নতুন রাজা ও তার উত্তরাধিকারীদের প্রতি আনুগত্য জানাবেন।

কমনওয়েলথ
কমনওয়েলথভুক্ত ১৪টি দেশ রাষ্ট্রপ্রধান হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথকে স্বীকৃতি দিয়েছিল। অনেক ক্ষেত্রে সাংবিধানিকভাবে রানিকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব দেশের সংবিধান পরিবর্তন করে রানির স্থলে নতুন রাজাকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করতে হবে।
কমনওয়েলথ বিশেষজ্ঞদের মতে, জ্যামাইকার মতো দেশগুলোতে যেখানে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন রয়েছে সেখানে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের আয়োজন করতে হবে। নতুন রাজার জন্য এটি একটি বিপজ্জনক রাজনৈতিক মুহূর্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পাপুয়া নিউ গিনি, সলোমন আইল্যান্ডস, তুভালু, অ্যান্টিগা ও বারমুডা, বাহামা, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া ও সেন্ট ভিনসেন্ট যদি তাদের সংবিধান পরিবর্তন না করে তাহলে রাষ্ট্রপ্রধান হিসেবে থেকে যাবেন প্রয়াত রানি।
সাংবিধানিক রাজতন্ত্র থাকা অস্ট্রেলিয়া, কানাডা ও নিউ জিল্যান্ডের আইন রয়েছে যাতে করে নতুন ব্রিটিশ রাজা স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপ্রধান হয়ে যাবেন। সূত্র: দ্য গার্ডিয়ান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ